ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করায় ১৫ লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার মৌলভীবাজারের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ করার জন্য ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় ৪১২ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে।

র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রয়ের জন্য ও সংরক্ষণ করায়, মৌলভীবাজারে একটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪১২ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৯
এমএমআই/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।