হোসনেয়ারা বেগম গনপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের স্ত্রী। ১৮ মার্চ ওমরা হজ্ব পালন করতে সৌদি আরব গেছেন আব্দুর রহিম।
নিহতের ছোট বোন ঝর্ণা বেগম বলেন, আমার বড় ভাগ্নের ফোন পেয়ে তাদের বাড়িতে এসে দেখি ঘরের সব দরজা খোলা। বোনের রক্তাক্ত মরদেহ খাটের উপর পড়ে আছে। দুটি আলমারি ভাঙা। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে। তবে তা কি পরিমান হবে তা তার স্বামী ও ছেলেরাই বলতে পারবে। ঘরে ঢোকা দুর্বত্তদের হয় তিনি চিনে ফেলেছেন অথবা মালামাল লুটের সময় বাধা দেয়ায় তারা ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে ধারনা করছেন তিনি।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কারা কি কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে।
বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমএস