ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
মহেশখালীতে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে অর্থদণ্ড

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার  হাসান মারুফ রাহাত ভ্রাম্যমাণ পরিচালনা করে দুই প্রার্থীকে এ অর্থদণ্ড দেন।

মহেশখালী উপজেলায় বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহকে ১০ হাজার টাকা এবং পদ্মফুল প্রতীকের  মিনু আরা ছৈয়দকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত বাংলানিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাতে গাড়ি বহর নিয়ে শোডাউন ও গাড়িতে মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাদের জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১০১৮ মার্চ ২২, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।