বৃহস্পতিবার (২১ মার্চ) গভীর রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন৷ এর আগে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়।
শুক্রবার (২২ মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাট সারুটিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী বাবর প্রামাণিকের মেয়ে ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মারুফা সুলতানার (১৪) সঙ্গে বগুড়ার ধুনট উপজেলার ধুনট দক্ষিণ পাড়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মোহাম্মদ আলীর (১৮) বিয়ের আয়োজন চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যায়।
ওই রাতেই সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরের নানা তোজাম উদ্দিন ও কনের মা আমিনা বেগমকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে কনের মায়ের কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেওয়া হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জিপি