ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভার (ঢাকা): সাভার উত্তর তালবাগ এলাকায় রফিকুল বারি চৌধুরী বকুল (৫২) নামে এক ঠিকাদারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মাসুম (২০) নামে এক যুবক।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাতে সাভারের তালবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় মাসুম পলাতক থাকলেও মা মোরশেদাকে (৪০) আটক করছে পুলিশ। নিহত বকুল আন্দী বাড়ি টাঙ্গাইলের নাগরপুর গ্রামের বারেকের ছেলে। তিনি সাভারের ডগর মোড়া এলাকায় নিজ বাড়িতে থেকে ঠিকাদারি ব্যবসা করতেন।

আটক মোরশেদার স্থানীয় বাড়ি রংপুরের  মিঠা পুকুর থানার করাগাছ পূর্বপাড়া গ্রামে। তিনি তার ছেলে মাসুমকে নিয়ে তালবাগ এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, বকুল সঙ্গে মোরশেদার সম্পর্ক ছিল। সেই সূত্রে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বকুল তালবাগের মোরশেদার বাসায় যান। এসময় ছেলে মাসুম দেখে সেখানেই বটি দা দিয়ে মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই বকুল মারা যান।  

স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং মোরশেদাকে আটক করে থানায় নিয়ে আসে।

এসআই তাহমুদ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। ময়না-তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতকে আটকের জন্য পুলিশ চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।