শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নেহালপুরে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের খায়রুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, নেহালপুর গ্রামের মেহেদী হাসান বাড়ির পাশে একটি পোল্ট্রি খামার করেছেন। তিনি তার খামারের চারদিকে শিয়াল মারার বিদ্যুতের ফাঁদ পেতে রাখেন। শুক্রবার সকালে বল নিয়ে খেলা করার সময় শিশু আরাফাত শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় এলাকাবাসী পোল্ট্রি খামারটি ঘিরে রেখে খামার মালিকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জিপি