ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে আটক শতাধিক সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ খান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ শতাধিক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।   

শুক্রবার (২২ মার্চ) সকাল ৬টা থেকে অভিযান চলে ১১টা পর্যন্ত। অভিযানে র‌্যাবের ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিটেরে সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তথ্য পেয়েছিলাম মাদক বিক্রেতারা জামিনে বেরিয়ে এসে তারা ফের একই কাজে নিযুক্ত হন। তাই র‌্যাব-২ এর প্রায় পাঁচ শতাধিক র‍্যাব সদস্য নিয়ে জেনেভা ক্যাম্পের চারপাশে ঘিরে ফেলা হয়। এ সময় বাহির এবং ভেতরে কাউকে যেতে দেওয়া হয়নি। পরে ভেতরে মাদকবিক্রেতাদের তল্লাশি করা হয়। এ সময় যাদের কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯  
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।