শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে থ্রি নট থ্রি রাইফেলটি উদ্ধার করা হয়।
বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল ৯ কিলো নামক এলাকা থেকে বাঘাইছড়ি যাওয়ার পথে ১ কিলোমিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সাজেক এলাকায় দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ি সড়কের ৯ কিলো এলাকায় হামলার শিকার হন নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ত্রাসীদের নির্বিচারে বার্স্ট ফায়ারে সাতজন নিহত হন, আহত হন আরও বেশ ক’জন। ঘটনার পরের দিনই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে মামলা করে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এডি/আরবি/