শুক্রবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে রাজধানীর মগবাজারের আমবাগান এলাকায় বায়তুল হাসান (র.) জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহরের নিরাপত্তায় আমরা সেইফ সিটির একটি প্রোগ্রাম হাতে নিয়েছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা গতকাল দেখেছেন আমাদের পুলিশ সদস্যরা ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করছে। কিন্তু সবাই মিলে সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না। চালকদের পাশাপাশি পথচারী, জনপ্রতিনিধিসহ সবাইকে সহযোগিতা করতে হবে, শৃঙ্খলা রক্ষায়।
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যে মসজিদের দেশ হিসেবে পরিণত হয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে। আমাদের দেশের জনগণ নিজ নিজ ধর্ম সুন্দর, স্বাধীনভাবে পালন করছেন। দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে আশ্রয়-প্রশ্রয় দেন না। যে কারণে আমাদের দেশে তেমন কেনো হুমকি নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমআই/জেডএস