ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউতে সাংবাদিক আনোয়ারুল হকের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ডিআরইউতে সাংবাদিক আনোয়ারুল হকের জানাজা সম্পন্ন

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে ডিআরইউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নুরুল কবির, সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, জাকারিয়া কাজল, ঢাকা ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন বাদশা ডিআরইউ’র সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাবেক সাধারণ সম্পদক রাজু আহমেদ, মোতাহের হোসেন মাসুম প্রমুখ অংশ নেন।

এসময় আনোয়ারুল হকের জন্য সবার কাছে দোয়া চান তার ছেলে হাসিব শাহারুল ও ভাই আসাদুল হক।

জানাজা শেষে তার মরদেহ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় ডিআরইউর পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়।  

এর আগে ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আনোয়ারুল হক মারা যান।  
 
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।