জব্দকৃত জাটকাসহ আটকরা। ছবি: বাংলানিউজ
বরিশাল: বরিশালের তালতলী নদীতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ দুইজনকে আটক করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) সকালে তাদের আটক করা হয়।
বরিশাল কোস্ট গার্ডের গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদরের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত দুটি নৌকা থেকে ৪০ মণ জাটকাসহ দুই জেলেকে আটক করা হয়।
আটক দুজনকে কোস্ট গার্ডের সদর নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।