বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টায় র্যাব ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ী এলাকায় তিনটি মাছের আড়তে অভিযান চালিয়ে তিন থেকে পাঁচ ইঞ্চি আকারের ১০ টন জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জাটকা ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি, বহন ও সংরক্ষণ করাও অপরাধ। জব্দ হওয়া জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমআই/এএটি