ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১০ টন জাটকা জব্দ, ৯জনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
১০ টন জাটকা জব্দ, ৯জনের জেল আড়তে অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১০টন জাটকা জব্দ ও বিক্রির দায়ে নয়জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টায় র‌্যাব ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ী এলাকায় তিনটি মাছের আড়তে অভিযান চালিয়ে তিন থেকে পাঁচ ইঞ্চি আকারের ১০ টন জাটকা জব্দ করা হয়।

এ সময় জাটকা বিক্রির দায়ে নয়জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, জাটকা ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি, বহন ও সংরক্ষণ করাও অপরাধ। জব্দ হওয়া জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।