শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওই উপজেলার কাঁকনহাট পৌরসভার ডাকনির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শিশু আসাদুজ্জামান নূর তার মায়ের সঙ্গে ফুফাতো ভায়ের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে ওই গ্রামে গিয়েছিল। দুপুরে সে ছোট-ছোট শিশুদের সঙ্গে বাইরে খেলছিলো। এক পর্যায়ে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিন চালিত ট্রলির নিচে আসাদুজ্জামান চাপা পড়ে। এতে সে ঘটনাস্থালেই মারা যায়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএস/এনটি