শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বালুরঘাট এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যার আগে আড়িয়াল খাঁ নদে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন যুবক পুলিশে খবর দেয়।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী প্রতিবন্ধী অথবা মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায় নি।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এনটি