শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের সাল্লাহ মিয়ার বাড়ির পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শহিদ লক্ষ্মীপাশা গ্রামের বাইদ উল্লাহর ছেলে।
স্থানীয়রা বলছে, সাল্লাহ মিয়ার বাড়ির পুকুর পাড়ে একটি বস্তাবন্দি মরদেহ অনুমান করতে পেরে পুলিশে খবর দেওয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ কুমার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে শহিদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তিন মেয়ে ও এক ছেলের বাবা শহিদ নির্বাচনের দিন থেকে নিখোঁজ ছিলেন। কে বা কারা তাকে গলা কেটে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পুকুর পাড়ে রেখে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এনইউ/টিএ