শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তিন তলা ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রাইস উল আলম মণ্ডল, যুগ্ম সচিব মাহবুবা মান্না, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. ইয়াহ ইয়া মাহমুদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের মুখ্য মৎস্য গবেষক ড. আনিছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী গবেষণা কেন্দ্রের গবেষণায় ব্যবহৃত পুকুর ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।
এর আগে ২০১৮ সালের ৪ নভেম্বর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।
শনিবার (২৩ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উপলক্ষে অনুষ্ঠিতব্য ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভায়শ্রমের প্রভাব’ মজুদ নিরূপণ ও জাটকা সংরক্ষণ গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক কর্মশালায় প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু যোগদান করবেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
আরএ