শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ১০টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাত দশটা ৫০ মিনিটে নিউ মার্কেটের বিশ্বাস বিল্ডার্স ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রাতে সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
** বিশ্বাস বিল্ডার্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এমএমআই/ওএইচ/