পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
ঢাকা: চীনে গাড়ি হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শনিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, গাড়ি হামলায় যারা জীবন হারিয়েছেন, তাদের প্রতি গভীর গভীর শোক প্রকাশ করছি।
তিনি এই ঘটনায় চীন সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান। চীনের এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ তাদের পাশে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার (২২ মার্চ) চীনের হাবেই প্রদেশের জাওয়াং শহরে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সাত জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে গাড়িটির চালকেরও মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।