শনিবার (২৩ মার্চ ) সকালে শহরের সার্কিট হাউজ চত্বর থেকে যৌথভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন।
জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরের স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মকে দেশ গঠনে সচেতন করা এবং পাশাপাশি নিয়মিত সকালে হাঁটাসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে মানুষের কাছে মেসেজ পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএ