শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অনশন ভঙ্গ করেন। ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- কলস প্রতীকের শাবানা বেগম ও প্রজাপতি প্রতীকের শেফালী বেগম।
অনশনকারী ২ মহিলা প্রার্থী বাংলানিউজকে বলেন, নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও নবাবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. আতাউল হক আমাদের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন বিষয়টি খতিয়ে দেখা হবে, প্রয়োজনে পুনরায় ভোট গণনা করা হবে। তার এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অনশন ভঙ্গ করেছি।
১৮ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবাবগঞ্জে ভোট গণনার সময় ব্যাপক কারচুপি হয়েছে এমন অভিযোগ করে পুনরায় ভোট গণনার দাবিতে বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ অনশন শুরু করেন।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরএ