ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আইয়ুব আলী হত্যার মূল হোতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
পাথরঘাটায় আইয়ুব আলী হত্যার মূল হোতা আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় আইয়ুব আলী হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার মূল হোতা মো. জাফর মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। এসময় দেশীয় একটি দা জব্দ করা হয়েছে।   

আটক জাফর তালুক চরদুয়ানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকার বাসাবোর কদমতলী এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আটক করা হয়।

পাথরঘাটা ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের একটি খাল থেকে আইয়ুব অালীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি (তদন্ত) সাইদুর রহমান বলেন, জাফরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। আইয়ুব আলী সেই মামলার সাক্ষী সে কারণে ক্ষিপ্ত হয়ে তাকে দা দায়ে কুপিয়ে হত্যা করে জাফর। পরে দা ও মরদেহ পাশ্ববর্তী খালে ফেলে দেয়। জাফরকে আটক করে ঘটনাস্থলে এনে ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আদালতের মাধ্যমে জাফরকে জেলহাজতে পাঠানো হবে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।

এছাড়া হত্যার সঙ্গে জড়িত জাফরের আপন ছোট ভাই সাইকুল ইসলাম ও ফুফাতো ভাই রফিকুল ইসলাম জেলহাজতে আছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।