ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের সালনা এলাকায় বাসচাপায় জুম্মন হোসেন না‌ছির (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। 

শ‌নিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ‌  না‌ছির গাজীপুর সি‌টি করপোরেশনের বাউপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও গাজীপুর লিংকন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

 

আহতরা হলেন- র‌বিন (২০) ও আলা‌মিন (১৯)।  

গাজীপুর মেট্টোপ‌লিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শ‌হিদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌ক দিয়ে নাছির, র‌বিন ও আলা‌মিন ময়মন‌সিংহের দিকে যা‌চ্ছিলেন। এ সময় সালনা এলাকায় পৌঁছা‌লে উল্টো পথে আসা এক‌টি রিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন মহাসড়কে পড়ে গেলে ময়মন‌সিংহগামী এক‌টি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন না‌ছির। এ সময় আহত হন দুইজন। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পু‌লিশ মরদেহ উদ্ধার করেছে বলেও জানান এসআই শ‌হিদুল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।