শনিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তাব আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাগডোরা গ্রামের নজিয়ার রহমানের ছেলে।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা চৌধুরী বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে মোস্তাবের বিরুদ্ধে ২০১৪ সালে আদিতমারী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।
ওই মামলায় মোস্তাবকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এনটি