শনিবার (২৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
অন্তর উপজেলার মেদিনীমণ্ডল এলাকার রাজা মিয়ার ছেলে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে জানান, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল অন্তর। এসময় মাওয়া থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়কটি অবরোধ রাখে। পরে বিকেল ৪টার দিকে লৌহজং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা।
ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস