শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ফুফাতো ভাই শামীম বাংলানিউজকে জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামে।
শামীম আরও জানান, সকালে একটি মাদ্রাসার অনুষ্ঠানের মাইকিং করতে বের হন সালাম। পরে সারুলিয়া এলাকায় এলে একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সালাম।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান সালাম।
ডেমড়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক জুনায়েদকে (১৯) আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এজেডএস/আরএ