ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত 

ঢাকা: রাজধানীর ডেমড়ার সারুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুছ সালাম (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতের ফুফাতো ভাই শামীম বাংলানিউজকে জানান, তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ গ্রামে।

বর্তমানে তারা যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা এলাকায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


শামীম আরও জানান, সকালে একটি মাদ্রাসার অনুষ্ঠানের মাইকিং করতে বের হন সালাম। পরে সারুলিয়া এলাকায় এলে একটি ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সালাম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান সালাম।

ডেমড়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ চালক জুনায়েদকে (১৯) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯

এজেডএস/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।