ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১ দুর্ঘটনাকবলিত ট্রাকটি। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম মিনু (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এলাকার একাডেমির মোড়ে এ দুর্ঘর্টনা ঘটে। মনিরুল উপজেলার চককীর্তি ইউনিয়নের বিমর্ষী ডুবলীভাণ্ডার গ্রামের বাসিন্দা।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. সালাম বাংলানিউজকে জানান, বিকেলে ওই এলাকার একাডেমির মোড়ে বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মনিরুল। এসময় সোনামসজিদগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মনিরুল প্রাণ হারান। গুরুতর আহত হয় ট্রাকচালক আলামিন (১৭)। সে একই উপজেলার রানীহাটি বৈলতলা গ্রামের ঝাঁটুর ছেলে।

খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ট্রাকচালককে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।