ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় আগুনে পুড়লো ৫ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
পাবনায় আগুনে পুড়লো ৫ বসতঘর আগুন নেভাচ্ছে দমকল বাহিনী। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি বসতঘর। 

শনিবার (২৩ মার্চ) সকালে ইউনিয়নের চরঘোষপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।  

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. মাহাবুবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

বাংলানিউজকে তিনি জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটসাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় পাঁচটি বসতঘর।

রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।