ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে আগুনে পাঁচ বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
লালপুরে আগুনে পাঁচ বাড়ি পুড়ে ছাই

নাটোর: নাটোরের লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ির ১০টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের আশিদুল ইসলাম, মজনু হোসেন, মিনা বেগম, বেদেনা ও ফজলুর রহমান।

লালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে মজনুর স্ত্রী রান্না করার সময় আগুনের  সূত্রপাত ঘটে।  মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বাড়ির মালামালসহ ছোট-বড় প্রায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরের মালামাল সরানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। পরে খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।