শনিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের আশিদুল ইসলাম, মজনু হোসেন, মিনা বেগম, বেদেনা ও ফজলুর রহমান।
লালপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে মজনুর স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বাড়ির মালামালসহ ছোট-বড় প্রায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরের মালামাল সরানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। পরে খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি