শনিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বিকেলে বাথুলী স্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তি বাসে উঠতে গেলে পেছন থেকে আসা অন্য একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় আবুল নামে এক ব্যক্তি আহত হন।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নামপরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস