ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল হোসেন (৪৫) নামে আরও একজন।

শনিবার (২৩ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে বাথুলী স্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তি বাসে উঠতে গেলে পেছন থেকে আসা অন্য একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় আবুল নামে এক ব্যক্তি আহত হন।  

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নামপরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।