শনিবার (২৩ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা রোধে বারৈচা বাসস্ট্যান্ডে স্পিড বেকার, গোলচত্ত্বর ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করা হয়।
এদিকে, মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে, শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলে জানায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শামিমা শারমিন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে দ্রুত সময়ের মধ্যে ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ মার্চ) বারৈচা এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাব্বি হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়।
এ ঘটনার প্রতিবাদে তার সহপাঠী ও আশপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার সকালে মহাসড়ক অবরোধ করে।
রাব্বি নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এনটি