শনিবার (২৩ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের মুখে খালের ওপর বালু ফেলছেন স্থানীয় বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। ওই অধ্যক্ষ কালভার্ট বন্ধ করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কৃষকরা বাংলানিউজকে বলেন, অতিদ্রুত কালভার্টের এই মাটি অপসারণ করা না হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।
এ বিষয়ে অধ্যক্ষ শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, কালভার্টটি ইছাপুর স্ট্যান্ডে বরাদ্দ থাকলেও জায়গা স্বল্পতার কারণে তিনি তার নিজ জমিতে কালভার্ট নির্মাণ করে দিয়েছেন। আর এখন তিনি তার নিজ প্রয়োজনে ভরাট করছেন কালভার্টটির মুখ। আর এতে কার কী ক্ষতি সেটা তার দেখার বিষয় নয়।
যোগাযোগ করলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। দ্রুত সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এসআরএস