ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি মালবাহী ট্রাকের চাপায় ইউসুব আলী খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক ও হেলপারকে (সহকারী) ট্রাকসহ আটক করেছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চকমাকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুব আলী হরিরামপুর ইউনিয়নের চকপাকড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে একটি ট্রাক নাকাইহাটের দিকে যাচ্ছিল। পথে চকপাকড়া এলাকায় ট্রাকটি বৃদ্ধ ইউসুবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজেক বলেন, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।