শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চকমাকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুব আলী হরিরামপুর ইউনিয়নের চকপাকড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে একটি ট্রাক নাকাইহাটের দিকে যাচ্ছিল। পথে চকপাকড়া এলাকায় ট্রাকটি বৃদ্ধ ইউসুবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজেক বলেন, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি