ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দেশের কল্যাণে কাজ করার আহ্বান বস্ত্রমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
দেশের কল্যাণে কাজ করার আহ্বান বস্ত্রমন্ত্রীর

নারায়ণগঞ্জ: দেশের মানুষের কল্যাণে কাজ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

শনিবার (২৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতার মিঠাবো এলাকায় মিঠাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্র‌তিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এ আহ্বান জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারলেই শিক্ষা জীবনের স্বার্থকতা।

একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখার বিকল্প অন্য কিছু হতে পারে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী শিক্ষাবান্ধব সরকার উল্লেখ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা দেশের প্রধানমন্ত্রী বলেই দেশের প্র‌তি‌টি শিক্ষা প্র‌তিষ্ঠানে নতুন নতুন ভবন হচ্ছে। দেশের এমন কোনো শিক্ষা প্র‌তিষ্ঠান নেই, যেখানে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগে‌নি।

গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নাই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার সুযোগ পাবে না। সবকিছুর ভাগ সবাই নিতে পারবে কিন্তু লেখাপড়ার ভাগ কেউ নিতে পারবে না।

পারটেক্স গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও মিঠাবো আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি আক্তার মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, উপজেলা মাধ্য‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাবিব মোল্লা, উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ সামাউন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপ‌তি ফয়সাল আলম সিকদার, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপ‌তি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।