ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগের আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
লালবাগের আগুন নিয়ন্ত্রণে লালবাগে কারখানার আগুন নেভানোর চেষ্টা, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর লালাবাগ শহীদনগর ৬ নম্বর গলি এলাকার একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ৯টা ৪০ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেন আলী আহাম্মেদ খান বাংলানিউজকে বলেন, শহীদনগরে ছোট একটি কারখানা লাগে। পরে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। কারখানাটিতে প্লাস্টিকের দ্রব্যসহ নানা রকম জিনিস থাকতে পারে। কিন্তু আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কুমার পাল বাংলানিউজকে ঘটনাস্থল থেকে বলেন, ঘটনাস্থলে এসে দেখেছি, এখানের সবগুলো ঘরই সেমি-পাকা। এখানে কারখানাসহ বসতবাড়িও আছে। আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, এখনও জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আছে।

** লালবাগে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯/আপডেট ২৩১০ ঘণ্টা
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।