শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাকিমপুর-জশিহাটি সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজলোর কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে, শাওন ও জামিল মোটরসাইকেলে করে ভাইস চেয়ারম্যান প্রার্থী খান বাহাদুরের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য একঢালায় যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় তাদের মোটরসাইকেলটি একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় তারা দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) এসএম তুহীন আলী বাংলানিউজকে বলেন, নিহত দুই যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এতে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
টিএ