ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
ছুরিকাঘাতে দোকান কর্মচারী নিহত

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে সোহেল (৩০) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান হাজিপাড়া এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, নিহত সোহেল হাজিপাড়া এলাকায় থাকতেন।

তিনি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। রাতে হাজিপাড়া এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি জানার জন্য আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।