রোববার (২৪ মার্চ) সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিথী শহরের পার-নওগাঁ খলিফা পাড়া মহল্লার শাহীন হোসেনের মেয়ে।
বিথীর বাবা শাহীন জানান, রাতের খাবার পর বিথী তার নিজ ঘরে ঘুমাতে যায়। এরপর সকালে রুম থেকে বিথীর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা খুলে বিছানার উপর তার মরদেহ দেখতে পায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে বলেন, সকালে ওই কিশোরীর মরদেহ তার নিজ বাড়ির একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। পরে ময়না-তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না-তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যু আসল কারণ বলা যাচ্ছে না বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
জিপি