রোববার (২৪ মার্চ) ভোররাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লার ফায়ার সার্ভিস ও ডিভিল ডিফেন্সের সিনিয়র সহকারী স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, রাত পৌনে ৩টায় আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় কুমিল্লা, চান্দিনা, সদর দক্ষিণ ও ইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আগুনে বাজারের কসমেটিক, মনোহারী ও ডিমসহ বিভিন্ন পণ্যের ৪৫টি পুড়ে গেছে। পুড়ে গেছে দোকানের ক্যাশে থাকা নগদ টাকাও।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
তিনি বলেন, গত দুইদিন ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা পণ্য বিক্রির টাকা দোকানের ক্যাশেই রেখেছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমএ/