নিহত মান্নান ভোলা জেলার সদর থানার রামদাসুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের গেন্ডার এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, সকালে মান্নান মাঝি আউকপাড়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে ছেলে রিপনের সঙ্গে করে সাভারের বাসায় ফিরছিলেন। পথে সিএনবি-আশুলিয়া সড়কের আনারকলি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাভার থেকে ছেড়ে আসা শ্রমিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
আশুলিয়ার থানার উপ পরির্দশক (এসআই) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
আরএ