রোববার (২৪ মার্চ) দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জামাল উপজেলার শিমুল তাইড় পূর্বপাড়ার শাহজাহান ওরফে কালুর ছেলে।
এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার শিমুল তাইড় পূর্বপাড়া গ্রামের একটি টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে জামালকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে, বসতবাড়ি থেকে ওয়ান শুটার গান, কাটা রাইফেল, চাপাতি, দু’টি হাসুয়া ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক জামাল সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চল থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতনসহ অস্ত্রের মুখে নিরীহ মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমবিএইচ/আরবি/