রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের রামেশ্বরগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওই গ্রামের আজিজল হকের ছেলে আল-আমিন (৩৫) ও আবুল কালামের স্ত্রী হোসনে আরাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রামেশ্বরগাঁতী গ্রামের আকবর কাজী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংযোগের জন্য ফোর-ফোরটি বৈদ্যুতিক লাইন নিচ্ছিলেন। লাইনটি আবুল কালামের বাড়ির উপর দিয়ে টানানো হচ্ছিল। বাড়ির পর দিয়ে লাইন টানাতে বাধা দিতে গেলে আকবর কাজী ও তার লোকজন লাঠিসোটা এনে হামলা ও মারধর করেন।
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আকবর কাজী, তার ভাই আব্দুল হালিম, ছেলে বুলবুল, ফজর আলীর ছেলে মনি ও দেলবারের ছেলে ছানোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৪ মার্চ, ২০১৯
আরএ