রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়া ঋষিপাড়া থেকে নিহত নারীর উদ্ধার করা হয়। নিহত রূপা নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার গোবিন্দ দাসের মেয়ে।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রায় তিন বছর আগে রূপা ও সজীবের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। শনিবার (২৩ মার্চ) রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা যাচ্ছে ঝগড়ার একপর্যায়ে সজীব তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এএটি