রোববার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালতলী বাজারের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাবুল ও তার স্ত্রী হাসিনা বেগম।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা ইয়াবা নিয়ে যাত্রীবেশে তালতলী থেকে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন।
আটকদ ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআরএস