রোববার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ এলাকায় জলদস্যু, নৌ-ডাকাতদের প্রতিরোধে গজারিয়াতে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত হচ্ছে।
এখনও যারা এসবের সঙ্গে জড়িত রয়েছে তাদের উদ্দেশে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আপনারা আইনের কাছে আত্মসমর্পণ করুন, না হয় আপনাদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে।
গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
পরে উপজেলার কালিরবাজারে নবনির্মিত ফুলছড়ি থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসআরএস