রোববার (২৪ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি উপজেলার চরমুঘুয়া গ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় উচ্চ আদালতে পর্যাপ্ত নিরাপত্তার জন্য রিট করলে আদালত নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিদের্শনা দেয়।
নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ভোটের আগের রাতে এবং সকালে ভোট শুরুর পর উপজেলার অন্তত ৮০টি কেন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট, কেন্দ্র দখল করা হয়। কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বাধা ও বের করে দেওয়া হয়। এ কারণে তিনি নির্বাচন বর্জন করে এবং একই সঙ্গে পুন:নির্বাচনের দাবি জানান।
অপরদিকে, বিকালে একই অভিযোগে ভাইস চেয়ারম্যান প্রার্থী এনামুল হক খোকন পাটওয়ারী (টিউব অয়েল) ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এনটি