ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাড়তি টাকা চাওয়ায় ব্যাংকের বার্তাবাহককে পুলিশে সোপর্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
বাড়তি টাকা চাওয়ায় ব্যাংকের বার্তাবাহককে পুলিশে সোপর্দ

রাজশাহী: রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক হাফিজুর রহমান এক ব্যাংক কর্মচারীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তার নাম রাকেশ আলী (২৬)। তিনি সোনালী ব্যাংকের রাজশাহী করপোরেট শাখার বার্তাবাহক। 

রোববার (২৪ মার্চ) দুপুরে বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাকে পুলিশে দেওয়া হয়।

রাকেশের বিরুদ্ধে অভিযোগ, মহানগরের বুলনপুর এলাকার অধিবাসী জীবন কুমারের পাসপোর্ট করতে সহায়তার নামে তার কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা আদায় করেন।

জীবন পাসপোর্ট কর্মকর্তা হাফিজুর রহমানকে বিষয়টি জানালে তাকে চন্দ্রিমা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক হাফিজুর রহমান জানান, পাসপোর্টের আবেদন করার জন্য সোনালী ব্যাংকের করপোরেট শাখায় টাকা জমা দিতে হয়। সেখানে টাকা দিতে গেলে রাকেশ জীবনের কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা আদায় করেন। এরপর জীবনকে সঙ্গে নিয়েই তিনি তার আবেদনপত্র জমা দিতে আসেন।  

এসময় দু’জনের কথায় সন্দেহ হলে তাদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই রাকেশের অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি বেরিয়ে আসে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রাকেশকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে হাফিজুর রহমান জীবনের আবেদনপত্র দ্রুত গ্রহণের জন্য নির্দেশ দেন।

মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পাসপোর্ট অফিসে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে একজন আটক আছে। আটক ব্যক্তিকে থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।