রোববার (২৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে রাকসু সংলাপ কমিটির সঙ্গে আলোচনায় সংগঠনের নেতাকর্মীরা এ দাবি জানান।
সংলাপে রাকসু’র কার্যনির্বাহী কমিটিতে ৫টি পদ সংযোজনেরও দাবি জানান তারা।
এছাড়া রাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ৯ দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। তাদের দাবিগুলো হলো- অতিদ্রুত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা, শিগগির নির্বাচন দেওয়া, ভোটার তালিকা হালনাগাদ করা, গঠনতন্ত্র যুগোপযোগী করা, স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া যেকোন ছাত্র নির্বাচনের প্রার্থী হতে পারবে (পিএইচডি/এমফিল/ স্যান্ধ্য মাস্টার্স যেকোন কোর্সে অধ্যায়নরত হলেই প্রার্থী হতে পারবে), ভোট কেন্দ্র হলেই রাখতে হবে, বয়সসীমা ৩০ বছরের মধ্যে রাখতে হবে, কোনো প্রতিক্রিয়াশীল বা মৌলবাদী সংগঠন/গোষ্ঠী নির্বাচনে অংশ নিতে পারবে না।
সংলাপ শেষে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সংলাপে আমরা দ্রুত রাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে খুবই আন্তরিক বলে মনে হয়েছে। আমরা খুবই আশাবাদী যে বিশ্ববিদ্যালয় দ্রুত রাকসু নির্বাচনের ব্যবস্থা করবে। ’
এ বিষয়ে জানতে চাইলে রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘তারা বেশ কয়েকটি যৌক্তিক দাবি জানিয়েছে। আমরা তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবো। ’
এসময় সংলাপ কমিটির সদস্য সচিব আবু সাঈদ মো. নাজমুল হায়দার, রাকসুর কোষাধ্যক্ষ মীর ইমাম ইবনে ওয়াহেদ, ছাত্র উপদেষ্টা লায়লা আরজুমান বানু, ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুনুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
আরএ