রোববার (২৪ মার্চ) দূতাবাস থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকায় উচ্চতর নজরদারি বাড়ানোর জন্য মার্কিন দূতাবাসে রিপোর্ট রয়েছে।
এ প্রেক্ষিতে ঢাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের চারপাশের পরিবেশের ওপর নজর ও জনসমাগমের স্থান এড়িয়ে চলতে বলা হয় ওই বার্তায়। পাশাপাশি পাসপোর্ট সঙ্গে রাখা ও স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে সতর্কবার্তা থাকলেও দূতাবাসের কনস্যুলার শাখা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয়েছে ওই বার্তায়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
টিআর/এইচএ/