বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী রামু উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল (আনারস), পেকুয়ায় জাহাঙ্গীর আলম (দোয়াত কলম), মহেশখালীতে শরীফ বাদশা (আনারস), টেকনাফে নুরুল আলম (মোটর সাইকেল) উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ মার্চ) রাতে ভোট গণনা শেষে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
বোরবার অনুষ্ঠিত নিরর্বাচনে কক্সবাজারের পাঁচ উপজেলায় তিনটি পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে
চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৮ জন।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসবি/এসএইচ