রোববার (২৪ মার্চ) রাতে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রামে একদল বন্যহাতি খাদ্যর সন্ধ্যানে প্রবেশ করার সময় স্থানীয় দ্বীন মোহাম্মদ বাধা দেওয়ার চেষ্টা করে।
রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার কার্বারি মো. ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে। পুলিশ এসে মরদেহ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠাবে।
বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচ